পথ চলা সহজ নয়,
তার আগে তো পথে নামা-তাও সহজ নয়!

ওপরে ওঠা সহজ নয়,
আগেতো ওঠার কথা ভাবা-তাও সহজ নয়!

স্বপ্ন দেখা সহজ নয়,
অনেক আগে একা হোতে হয়, আর
একান্তে থাকা সহজ নয়!

জীবন থেকে পাওয়া, কয়েকটি টিপস ছাড়া,
সবটাই নিজেকে , একা একা করতে হয়!
বেশ কঠিন!

কিন্তু,
অনেকেই পারে-এই পারাটা সহজ নয়!