অশ্রু আমার বড়ো আপন, বন্ধু পরম
কাছে থাকে সবসময় যেমন সুখে,
তেমনি দুঃখে পাশে পাশে,
আমি তো ভয় পাইনি বেদনায় কখনো,
ধুয়ে গেছে কতো ব্যথা,
ভুলে গেছি কতো যন্ত্রণা, মুছে গেছে অশ্রুজলে।
সে আমার কাছে থাকে, তাই তো-
সুখস্মৃতির পাতাগুলো আজও জীবন্ত,
আজও নতুন-ঝকঝকে!