অল্প বয়সে কারো মৃত্যু হলে,
আমরা বলি আহা রে
একটা তরতাজা প্রান,
কেমন অসময়ে চলে গেল!
মৃত্যু তো নিশ্চিত!
তবে জীবনের সব কাজ সেরে,
ছেলে-মেয়ে, নাতী-পুতী রেখে কারো
মৃত্যু হলে,
অন্য কথা বলি।
কেন যেন মনে হয়,
সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালো-মন্দ ঘেরা
একটি জীবনের মৃত্যু,
তা সময়ে হোক বা অসময়ে!
প্রত্যেকটি জীবন কিন্তু এক একটি অসমাপ্ত কবিতা!