বারবার ফেল করা ছেলে,
পাশ করার পর-

শীতের পাতাঝরা গাছ,
শীত শেষে নতুন পাতা নিয়ে-

একই আকাশ অমাবস্যা শেষে,
পূর্ণিমার আভায় উচ্ছল হয়ে

শুধু যেন বলে যায়
সামান্য সুখে, একজন দুখী
অমলিন খুশি ঝরাতে পারে,
ছড়াতে পারে অমলিন হাসি।