ঢেউয়ের পর ঢেউ এসে
ছুঁয়ে যায় পার ।
কত কত,
কত সহস্রবার।
বয়ে যায় নদী,
বয়ে যায় বাতাস,বয়েই চলছে
এগিয়ে যাচ্ছে সময়।
ফলত, বয়স বাড়ছে পৃথিবীর
সাথে সাথে আমার, তোমার,সবার।
আসছে নবীন , থাকছে প্রবীণ
মাঝখানে, তৈরি যেন সাঁকো!
অন্তর তাদের চিন্তার,
অন্তর তাদের ভাবনার, যা
তখন ছিলো,
এখন আছে,
পরেও থাকবে !
সমস্যা কোথায়?
কতটুকু?
মনে হয় একটাই- অবুঝ হওয়া
যেন কেউ কাউকে মনেপ্রাণে,
খোলামেলা, খোলামনে
জানতেও চায় না!
বুঝতেও চায় না!