অন্ধকার থেকে আলোয়
কিংবা
আলো থেকে অন্ধকারে
আসা যাওয়া
অনেকটা সিঁড়ি ওঠা নামার মতো!
নীচে হোক বা ওপরে
সিঁড়ির কিন্তু তল থাকে
খুঁজে পাই, যেমন
আলোয় পাই জীবন।

অন্ধকার তো অচেনা স্রোত!
পা রাখা বা
পথ চলা
শুধু হারিয়ে যাওয়া
শুধু হারিয়ে যাওয়া--