বাঁচাও  বাঁচাও,
দিকে দিকে অসহায় মানুষের মতো,
অবিরত চিৎকার করে যাচ্ছে

বন,জঙ্গল, নদ আর নদী।
আর আমরা?

আজকাল কিন্তু,
শুনেও  শুনিনা!