মানুষকে কষ্ট দেয়           মানুষ
মানুষকে দুঃখ দেয়          মানুষ
মানুষকে ঠকায়              মানুষ
এত বলাৎকার, নারী পাচার
জঘন‍্য অপরাধে অপরাধী   মানুষ
যারা মসজিদ গুঁড়িয়ে দেয়,
ভাঙ্গা হয় মন্দির,
বিশ্বাসে যারা আঘাত হানে,   তারা  মানুষ।

এত কিছুর পরেও,
মিথ‍্যে অহংকারে,প্রথম যেদিন উচ্চারিত হয়েছিল
মানুষই  প্রানী শ্রেষ্ঠ
সেদিন মনে হয়, হেসেছিল বাগানের  ফুলেরা।

আজও ফুলেরা হেসে যায়
শুধু  হেসে যায়।
আজও বিদ্রুপের হাসি নিয়ে,
কুঁড়ি থেকে ফুল হয়।