সমবেত মানুষ,
তার পা থেকে মাথা পর্যন্ত দেখচ্ছে!
মাথা নিচু করে,
তিন তালাক হেঁটে চলেছে---

অস্ফুট স্বরে যেন বলে গেল,
তোমরা মানো বা নাই মানো,
আজ
আর পাঁচজন নারীর মতো,
আমিও মুক্ত।