মানুষ বলিহারি,
সে কি পারে না?
যেন সব পারে!
একই স্রষ্টা, যাঁর অভিনব ভাবনায়
গড়া এই বিশ্ব ,এই ব্রহ্মাণ্ড এবং
বাকী সবকিছু,
দেখ, তাঁকেও কেমন,
ভাগ করে, ভিন্ন করে,
সাজিয়ে রেখেছে
মন্দিরে, মসজিদে,গীর্জায়।
মানুষ সব পারে।
সে অনেক কে এক করতে পারে।
আবার
এক কে অনেক।