কি পারে না!
মানুষ সব পারে।
সে কষ্ট সইতে পারে,
সে দুঃখ সইতে পারে,
সইতে পারে অন্যায়-অবিচার,
মানুষ তো অভাবে- অভাবে,
জীবনও পার করতে পারে,
অথচ মানুষ,
মাঝে-মাঝে ভুলে যায়,
প্রতিবাদে সে,
ঝরের অক্ষর সাজিয়ে-সাজিয়ে,
ঝরের অক্ষরমালাও গাথতে পারে।