মানুষ তো সুখে,
পথ হারায়।
আর দু :খে,
পথ খোঁজে।
কেননা,
সুখের পথ বড় সোজা, বড় মৃসন!
আর দু:খের পথ,
বড় সুন্দর ঝকঝকে,
শান দেওয়া ছুরির মত

আর এভাবে,

চিরন্তন, চলমান আমরা সবাই
কখনো এই পথে
কখনো ঐ পথে,
বেশ থাকি- ভালো থাকি।