তারাদের মাঝে আমরা,
আকুল হয়ে খুঁজি-হারিয়ে যাওয়া প্রিয়জনদের!
আমাদের মাঝে তারারাও,
ব্যকুল হয়ে খোঁজে-ফেলে আসা প্রিয়জনদের!
সবেতো সন্ধ্যে হোল,দেখ-
সব তারারা কেমন ভীড় করেছে আকাশে!
শুরু শুরু আমিও ভাবতাম,
তারারাতো মিটিমিটি চায়!
আজকাল ভাবিনা, এখন ভাবি
তাঁরাও আমার মতো-
ছলছল নয়নে তাকায়।