আমার স্মৃতিরা ,আমার বড় আপন।
আমি তাদের লালন করি,পালন করি,
সামলে রাখি, খুব যত্নে।
কেননা,
তারাই এঁকেছে, আমার ফেলে আসা দিনের ছবি
তাদের কাছে লেখা আছে,
ফেলে আসা দিনের কথা।
যা পেছনে ফিরে আজও দেখতে পাই।
ব্যথায় কিংবা তৃপ্তিতে, শুধু কাঁদবো বলে
মাঝেমধ্যে তাদের কাছে যাই!
চোখের জলে কি শুধু ব্যথা থাকে?
তৃপ্তিতেও চোখ ভেজে,
গাল বেয়ে নামে জল।