সব হৃদয়ের, মুক্ত কিছু ভাবনা থাকে ।
সব হৃদয়ের, মুক্ত কিছু জায়গা থাকে ।
সব হৃদয়ের, মুক্ত এক বার্তা থাকে ।
সাবধান !
এ অঞ্চল সংরক্ষিত !
আর, আমরা অযোচিত
কেউ কারো সেই অঞ্চলে পা রাখি না ।
এই অঞ্চল,
শুধু দুটি হৃদয়ের ।
জীবনের সুখ-দুঃখ, আনন্দ বিষাদে
কিভাবে, কখন তারা
মিলেমিশে এক হয়- হয় একাকার,
যা কেউ জানে না,
তারাও জানে না !