মানুষ চিন্তাশীল,
মানুষ দুর্বোধ্য,
মানুষের চিন্তা আর বোধের সৃজন - মুখোশ ।
আর
মুখোশের রহস্য শুধু মানুষ জানে,
মানুষ বোঝে ।
তাইতো,
মানুষ, মানুষকে বড় ভয় পায় ।