দেখতে দেখতে বছর আসে,
দেখতে দেখতে বছর যায় -
নিমিষে,
বলতে শুনি অনেকের মুখে,
তারা হয়তো ভাগ্যবান !
অভাগার রাতও কাটেনা ।
ভাবতে ভাবতে মনে হলো,
তবে কি রাত আগে, পরে দিন,
না কি,
দিন আগে, পরে রাত ?
হয়তো আগে রাত,
কেননা রাতের প্রহরে
জাগে ভোরের বিশ্বাস ।