সবাই কি পারে?
নির্মম সত্য চেপে যেতে সবাই পারে না!
যারা পারে না তারা ভিন্ন ,
ভিন্নর ভেতর যারা দৃঢ়চেতা তারা অনন্য।
আর অনন্যা হওয়া সহজ নয়!
কতো ঝড়, কতো ঝঞ্ঝা, কতো ঝামেলা,
কিনা  সইতে হয়!
কেন যেন মনে হয়,
আর জি করের অভয়া খুন হতোই,
হয় আগে বা পরে।
তবে কি সে অনেক কিছু জানতো?
প্রশ্ন জাগে , ভাসে মনে , জনে- জনে।
ছিল বাধা, হয়তো ছিল প্রলোভন!

কিন্তু,
সে তো অভয়া, অনন্যা সে
তাইতো সে বলতে পারেনি
স্যার, আমি কিচ্ছু দেখিনি।


লেখা প্রায় ছেড়ে দিয়েছিলাম। শুধু প্রতিবাদ জানাতেই এই আসরে আসা। বিশ্বাস করি,দোষীদের
চরম শাস্তি হলেই আমার এই বোনের আত্মা শান্তি
পাবে। বাংলার এই সরকারের উপর সামান্য বিশ্বাস নেই। ভগবান ও যেখানেই থাকুক যেন অনন্যা হয়েই থাকে।