এক নোটিসে বন্ধ চটকল!
আজকাল ছেলেটি লক্ষ্য করে,
বাবা আর আগের মতো বলেনা
মন দিয়ে পড়, তোকে অনেকদূর যেতে হবে।
ছেলেটি বড় হয়েছে,এবার মেট্রিক দেবে
বুঝতে পারে,
অসময়ে কারখানার গেটে তালা!
মনে মনে বাবা আজ
শীতের পাতাঝরা গাছটির মতো -নিথর, নিশ্চুপ!
স্বপ্নগুলো কেমন যেন চুরমার হয়ে গেছে!
বাবার জন্য ছেলেটির আজকাল বড়ো কষ্ট হয়।