মানুষের মাঝে থেকেও অনেকে,
অনেক সময় বড়ো একা হয়ে যায়!
আবার,
সামান্য একা হবো ভেবে,
গভীর অরণ্যে এসেও,
গাছপালা লতাপাতার সমারোহে
একা হতে পারে না!
ফিরে এসে বলতে শুনেছি অনেকবার-
অনেকের মুখে,
বৃক্ষলতার সাথে,বৃক্ষলতার মাঝে
বেশ ছিলাম।
আমি কি চাই ,তবে কি আপেক্ষিক?
তাই হয় -শুধু মন যা চায়!