আমি বিভেদ করি-জাতে,পাতে!
আমি প্রভেদ রাখি-ধর্মে,বর্ণে!
অথচ এই আমি-
সূর্য লোক থেকে আসা রোদ্দুরকে,
চন্দ্র লোক থেকে আসা জ্যোৎস্নার আলোকে,
সাত সমুদ্র পার হয়ে আসা বাতাসকে,
ভুলেও কখনো ভিন দেশী বলিনা!
আমি চলি আমার মতো
সুযোগ বুঝি-তর্জনী উঠিয়ে সরব হই।
সুবিধা বুঝে- চুপচাপ নীরব রই।