রঙে রঙে বসন্ত,
নাচে গানে বসন্ত।
বসন্তের রঙে, নাচে গানে
আসে হোলি মাতে ভুবন।
কয়েক বছর হলো রঙ আমি খেলি না!
অথচ সকাল থেকে দুহাতে আবীর নিয়ে বসে থাকি
তোমার অপেক্ষায়!
হোলিতে আসবে-একদিন বলেছিলে
সকাল থেকে সন্ধ্যে গড়ায় ঠাঁয় বসে থাকি।
তারপর,
দিনের শেষে আবীর গুলো
যত্ন করে রাখি
আবারও হোলির প্রতিক্ষায়