তোমার খুশিতে তোমার হাসিতে
আমার আকাশ থাকে রৌদ্রোজ্জ্বল,
চারপাশ বেশ চিকচিক করে।
ঐ আকাশেও মেঘ জমে
তখন তুমি অভিমানে!
চোখে লাগে বিদ্যুৎ তরঙ্গ আর তার ঝিলিক।
আর বিনা মেঘে বজ্রপাত হয়েছে কতবার!
নিয়মে বুঝেছি- এসময়ে রেগে আছো তুমি।
এসবই আমি দেখি আমার আকাশে।
তুমি কিন্তু টেরটি পাও না
অথচ বলার সময় বল-এক আকাশ তোমার আমার!
জানিতো ,
এসব শুধু বলার কথা
যেমন জানি-
একটি আকাশ সবার থাকে
আর নিজের মতোই নিজের আকাশ
নিজে নিজে সবাই দেখে।