আমরা আজ হারিয়ে কাল পাই
নাকি কাল হারিয়ে আজ!
উত্তর যাই থাকুক -
আমরা যেমন আজ পাই তেমনি পাই কাল
আর রোজ রোজ এভাবেই----
আজের সাথে সুখ দু:খ,
আজ থাকে হাসি কান্নায় নিজের মহিমায়।
সব আজের এক ক্থা- কেমন যাবে আজ !
এমন ভাব্নায় ভয়-ভয় ,
ভরা সংশয়
তবু,
আজ আসে আজ যায় ।
আজের এই আসা যাওয়া
ভালভাবে পার হওয়া
খুব সহজও নয়!