১ কথা
কথায় কথা বাড়ে, বেশি কথা তাই বলবোনা
কথায় কথায় দ্বন্দ্ব যখন, কথার মাঝে রইবো না
সত্যি কথাও বলা বারণ
মিথ্যে বলতে পারবোনা
যখন যেমন তখন তেমন বেশি কিছু কইবো না।
২ কোলকাতা এখন
জল বইছে রাস্তা ঘাটে , জল বইছে ঘরে
এগিয়ে বাংলার কঙ্কালটি সামনে এসে পড়ে
মহানগরের হাল বেহাল
দুঃসহ এই করোনাকাল
মাছ, সাপ আর ব্যঙ্গেরাসব ঘরে ঘরে ঘোরে।
( এর আগে লিমেরিক কখনো লেখিনি। কেমন হোল
জানিনা। একটি প্রয়াস মাত্র। )
,