আমরা ভাগ করেছি স্থল,
আমরা ভাগ করেছি জল,
আমরা ভাগ করেছি আকাশ!
তবু,
সাধ জাগে মনে-
বলতে বড়ই ইচ্ছে হয়-
এই পৃথিবী আমার।

ইচ্ছে হয় বারে বারে,
পাখিদের মতো আমিও ভাসি,
সারাটা আকাশ জুড়ে।