তারা ঘাম ঝরায়, ফসল ফলায়
নিরন্ন আবার তারাই!
বলার জন্য এই কবিতা নয়।
তারা হুবহু তেমনি আছে, যেমন ছিল-
ঠিক সূর্য ওঠার আগে!
বলার জন্য এই কবিতা নয়।
ঋণ নিয়েই তো তাদের যাত্রা শুরু,
ঋণ নিয়েই হয় শেষ!
শুধু এভাবে বলার জন্যও এই কবিতা নয়।
কোন কারণ ছাড়াই, তারা কত খুশি থাকে!
বলার জন্য এই কবিতা।