শরৎ হল, সাদা মেঘে
ভরা আকাশ- সোনালী রোদ্দুর।
শরৎ হল, গন্ধে ভরা
শিউলিতলা- আগমনীর সুর।
শরৎ হল, হিমের পরশ
মন জুড়ানো- শিশিরভেজা ঘাস।
শরৎ হল, বছর ঘুরে
ফিরে পাওয়া-প্রতিক্ষিত মাস।
শরৎ হল, বন বাঁদাড়ে
কাশের বাহার- মন মাতানো সুর।
শরৎ হল, ঢাকের আওয়াজ
মন জুড়ানো- ঢ্যাং কুড় কুড়-ক ড়----