সবকিছু বদলে যাচ্ছে
নাকি সবকিছু বদলে গেছে?
চারপাশ ফিরে-এক ঝলকে
যখন শহরটাকে দেখি
মনে হয় বদলে যাচ্ছে দ্রুত।
আবার,
চারপাশ ঘুরে,
ঘুরে-ঘুরে যখন দেখি
অবাক লাগে তত!
মনে মনেই বলে ফেলি-
কেমন বদলে গেছে দ্রুত!
এই বদলানো কোন
মাহেন্দ্রক্ষণের ধার ধারে না।