শ্রেষ্ঠত্বের দৌড়ে গাছপালা কোনো দিনো ছিল না!
এই স্পর্ধার শিরোপা মানুষের কাছে
এবং তা যথাযথ।
উঠোনে বসে,
বাগানে দাঁড়িয়ে,
গভীর অরণ্যে এসে
বৃক্ষদের ছড়ানো স্নেহের আতর গন্ধে মোহিত হয়ে
তাদের মহিমার কাছে নতজানু হয়ে
বারবার বলতে ইচ্ছে হয়-
শুধু তোমরাই যেমনটি কাল ছিলে
ঠিক তেমনি আছো আজও!
জীবশ্রেষ্ট মানুষ
চাঁদের খুঁত ধরে
কিন্তু, গাছেদের চরিত্রে দোষ!
আজও খুঁজে পায় না।