বগটুইয়ের আঁচ সেদিন এই শহরকে,
যেমন নাড়াতে পারেনি
চাকরি চুরি যাওয়া ছেলে-মেয়েদের কান্না,
তেমন জাগাতে পারেনি!
মানুষ কেমন ঘোরে ছিল,
খেলায় ছিল, মেলায় ছিল, ঘুমিয়ে ছিল!
অভয়া শুধু নাড়িয়ে দিল।
ভাঙ্গিয়ে ঘুম রাত জাগালো।
বলে গেল,
সবুর করো পথে নামো
বড় মাথাও পড়বে ধরা,
লাঘব হবে অনেক ব্যথা।
দেখবে সেদিন অবাক হয়ে,
ইনি-ই, তিনি আসল মাথা।