প্রচার এমন হচ্ছে-
যেন নীরব এক এবং অদ্বিতীয়!
তুমি বললে এর আগেও নীরব ছিলো-
শুনে আমি অবাক হইনি!
আমি বললাম এর পরেও নীরব আছে-
শুনে তুমিও অবাক হওনি!
সদ্য নীরব ধরার জাল পাতা হয়েছে দেশে!
এরপর সব নীরব মিলে যদি চতুর্থ ফ্রন্ট গড়ে,
এদেশে তা হোতেই পারে-লাজতো থাকে না,
মিলেমিশে কাজে।
সেদিনও,
শুধু আমি নই,
শুধু তুমি নও,
সেদিনো আমরা কেউই অবাক হবো না!