কথা ছিল দেখা হবে,
তারপর​ দিন গেল,
মাস গেল,
বছর গেল,
দেখা কিন্তু হলো না ।
অথচ,
চোখের সেই সংলাপ,
আজও কথা বলে,
সেই গোধূলি বেলা,
আজও কথা বলে,
তারপর বাড়ি ফেরা,
সেই পথ, জানিনা কেন,
আজও কথা বলে ।