বন বাদাড়ে পথ হারালো,
সেই ছেলেটি কোথায় গেল,
প্রশ্ন করে উদাস মন ।

তার মুঠোয় ভরা সময় তখন,
ইচ্ছে মতো খরচ করা,
এখন দেখ, ব্যস্ত পথে,
সময় ধরে পথ চলা ।
যতই জানি ফিরবে না আর,
তবে,
কিসের নেশায় খুঁজে ফেরা,
হারিয়ে যাওয়া সেই বেলা !