ন্যায় অন্যা‌য়  ভালো মন্দ
তোমায় দেখে শেখা ।
মানুষ গড়ার কারিগর তুমি
ইতিহাসে আছে লেখা ।
শিক্ষাগুরু শিক্ষা তোমার
হৃদয়ে রয়েছে গাঁথা ।
যতই বড় হই না মোরা
ভুলিনি তোমার কথা ।
এমন গুরু পেয়ে মোদের
ছাত্রজীবন ধন্য ।
এই সমাজে তাইতো মোরা
মানুষ বলে গন্য।
মানুষ গড়ার কাজ তোমার,
তাই তো তুমি জ্ঞানী
তোমার কর্মে এই
সমাজ চিরতরে ঋনী।