জীবনে পেতে বেগ ,
ভুলে যাও আবেগ ।
পাবে তুমি সফলতা ,
ভুলে সম্পর্কের বিফলতা ।
ফেলে দিয়ে অনুভূতি
হতে হবে কঠিন,
সাধারন না হয়ে
হবে তবে ভিন ।
সব কিছু ছেড়ে তুমি
লক্ষে হও স্থির ,
তোমায় ঘিরে রবে সেদিন
লক্ষ লোকের ভিড় ।
সফল তুমি হবে যেদিন
জানবে আপন ত্রুটি ।
বিফল মানুষ জানে
কেবল দোষা রোপে ভ্রুকুটি ।
সহজ ভাষায় সহজ
কথা বলতে যেদিন জানবে
তোমার কথা দাঁড়িয়ে
সেদিন দশটা লোকে মানবে ।
মান আর হুঁস নিয়ে
যেদিন তুমি মানুষ ।
উড়বে সেদিন জীবনে
তোমার সফলতার ফানুস ।