গৃহবন্দি মানুষ যেনো খাঁচায় বন্দি পাখি।
একলা ঘরে বসে ধ্বংসের ছবি আঁকি।
নিজ কর্মফলে আজ আমরা ভুক্তভোগি,
চারিপাশে ছড়িয়ে তাইতো করোনা রোগী
চিকিৎসা আর বিজ্ঞানে আমরা নাকি সেরা ,
প্রকৃতির কাঁঠগোড়ায় দাড়িয়ে আজ চলছে তারই জেরা ।
তথ্য লোপাট প্রমান গায়েব হোক না বেকসুর খালাস ,
আগামীর পৃথিবীটাকে মানব একটু সাবধানে চালাস ।