আমি রোজ লিখি, রোজ শিখি,কত যাই ভুলে ,
আমি রোজ শুনি,রোজ ভাবি,তবু বলিনি খুলে,
না বলা কথা আজ পেয়েছে তারই ভাষা,
কবির কলমে ফুটবে তারা এই তাদের আশা,
লিখতে গিয়ে দেখি তবে ছন্দে নেই মিল,
ছন্দটা মেলাতে হলে লিখবো আকাশ নীল,
আজগুবি এই কবির ছন্দে পাচ্ছে জানি হাসি ,
তবু তোমারা শুনে রাখো ভাই লিখতে ভালোবাসি ।