সমাজের প্রতি আমি সতর্ক,সজাগ,দায়বদ্ধ।
তাই তো আমি হাতে তুলে নিয়েছি কলম ,
কখনো বা ছন্দ মেলাই, কখনো আবার
হারিয়ে যাই ছন্দ পতনের আঁধারে ।
কিন্ত তাও আমি আমার এই লড়াইটা
চালিয়ে যাব  আমার লেখনীর মাধ্যমে ।
বাস্তব সমাজের ঐই নগ্ন দৃশ্য আমার
লেখনীতে আমি ফুটিয়ে তুলতে চাই ।
এক লহমায় ভেঙ্গে চুরে ছারখার করে দিতে চাই নৈরাজ্যবাদী আর বিচ্ছিন্নতাবাদীর ষড়যন্ত্রকে ,
আর নিন্দুকের নিন্দায় তো আমার সাফল্য।
আমার কলমের খোঁচায় যদি জরা জীর্ণ
এই মানব জাতির নিদ্রা ভঙ্গ হয়,
আমার কলমের  ভরসায় যদি কোনো             অসফল মানুষ তার ভরসা ফিরে পায় ,
আমার কলমের জোরে যদি কোনো
দুর্বল মানুষ তার জোর খুজে পায় ,
তাহলেই আমার লেখনীর সার্থকতা ।

                            কলমে -✒️তাপস দাস

                            - ০৯ বৈশাখ ১৪২৯🌞