হকাররা আজ বেকার বুঝি
শুধুই করে আর্তনাদ ।
বেকার থেকে হকার হয়ে
রইল কেবল অপবাদ ।
অভিযান যখন উচ্ছেদের
কেনই বা তা হকারের ?
হোক না তবে অভিযান এক
চাকরি চুরি আর লকারের ।
ডিগ্রী যখন কাগজবন্দি ,
বেকার তকমা মাথায় নিয়ে,
আমরাই তখন হকার সাজি,
রাস্তার ওই ধারেতে গিয়ে।
দুমুঠো দুটো অন্ন পেতে
লড়াইটা তাও চলতে থাক।
হবু চন্দ্র রাজা তোমার,
এবার তবে নিপাত যাক ।
-(৫ই জুলাই ২০২৪)