অপরাধের অপবাদে হেরে যাও যদি ,
খরস্রোতা পথ বেয়ে কেন যায় নদী ?
নিন্দুকের নিন্দায় দাও যদি কান ,
পাহাড় কেন দাঁড়িয়ে একা মৌন মহান ?
ছলনার ছলে যদি গতি ফেল হারিয়ে ,
বাতাস কেন চলে তবে সব বাধা ছাড়িয়ে ?
জীবনের পথে যদি হারিয়েছ দিশা ,
জেনে রেখো রবির কিরণে কাটে অমানিশা ,
নিজেকে ভেবো না হীন , ভাবো মহীরূহ,
এযুগের অভিমন্যু তুমি, ভেদ করো চক্রব্যুহ ।