যদি করো মানুষ চিনতে ভুল ,
তবে জীবন হুলস্থূল ।
যদি করো অন্যায়কে ক্ষমা ,
তবে রেখো দুঃখ জমা ।
তবে দিয়ে কি অপরাধীকে শাস্তি ,
ভেবেছো পাবে কি জীবনে স্বস্তি ।
বৃথা সে পথ, বাড়বে প্রতিশোধ ।
প্রতিশোধ নেয় যে, সে কেবলই নির্বোধ ।
তাই দরকার নেই ক্ষমা আর শাস্তির ,
যত তুমি সফল, শত্রু তত অস্থির ।
নিজেকে বানিয়ে অদ্বিতীয়,
যেদিন তুমি উন্নতির চরমে ,
শত্রু তোমার পাবেই শাস্তি,
মরবে সে আপন শরমে।