ভালোবাসা উড়ো চিঠি
ভালোবাসা চুপকথা
দুটি আঁখি  মেলে থাকে
ভেঙ্গে যায় নিরবতা

ভালোবাসা মেঠো ধুলো
ভালোবাসা ঝড়ো  হাওয়া
জীবনের নানা পথে
কভু আলো কভু ছাওয়া

ভালোবাসা পোড়া  ছাই
ভালোবাসা জমা জল
মাঝে মাঝে এখানে ও
ফুটে ওঠে সতদল .

ভালোবাসা কালো মেঘ
ভালোবাসা নীল আকাশ
তাজমহলের পাশে
ফুটে ওঠা তাজা ঘাস.