হাজার বছর ধরে,
চাকার উপর ভর করে,
আমরা এগিয়েছি
প্রগতির তরে ।

যুগে যুগে ঘটেছে
কত শত পরিবর্তন।
উৎপাদনে ভর করে,
হয়েছে সামাজিক উন্নয়ন।

বিকাশ হয়েছে প্রাণের,
বিকাশ হয়েছে ধর্মের,
বিকাশ হয়েছে মনের,
বিকাশ হয়েছে ভাবনার।

বিকাশ হয়েছে কৃষির
বিকাশ হয়েছে প্রযুক্তির
সাথে সাথে গড়ে উঠেছে
কত শত শহর নগর।

সময়ের তালে বদলেছে
সমাজের ঐতিহ্য।
সময়ের তালে বদলেছে
মানবতার বৈশিষ্ট্য ।