পক্ষীর কোলাহল
আকাশে বাতাসে ভাসে।
নতুন রূপে, নতুন রঙে
মিশে যায় সুরে সুরে।
জীবন মরনের মাঝে
শুধু স্মৃতিটুকু পড়ে থাকে।

কি দেখে পাহাড়,
ঐ গগন পানে চেয়ে?
শুধু খুঁজে খুঁজে ফেরে
আপন মনোরথে।

পথহারা ঐ পথিক
আপন মনে হাঁটে,
শুধু এগিয়ে চলে
সঠিক দিশার সন্ধানে।

অতীত বর্তমানের মাঝে
অব্যক্ত কিছুকথা,
যা শুধু পড়ে থাকে
মনের অন্দরেতে।
জীবন মরনের মাঝে
শুধু স্মৃতিটুকু পড়ে থাকে।

---------------