ধরণীমাঝে পুষ্পবিথীতলে
আছো বসি, তুমি প্রেয়সী,
তোমার মাঝে লুকিয়ে আছে
কত শত মানবী।
তুমি প্রকৃতিজাত
শোভিত মানসকন্যা,
যেন আকাশে
আলোর বন্যা।
হাজার বনানী মাঝে
পাহাড়ি ঝর্নার মতো
তুমি অন্বেষণী।
শক্ত চোয়ালে, নির্মম হৃদয়ে
বলে যাও স্বীয় বানী।
তোমার হৃদয়বীনায়,
সুরের ভেলায়,
ভাসাও আপন তরী।
তোমার মাঝে,
লুকিয়ে আাছে
কত শত মানবী।।।।
-------+--------+-------------