তুমি একটু খানি দুঃখ দেবে ?
অনন্ত অসীমের মাঝে,
আবার আসব বলে
হারিয়ে যাবে ।

তুমি কি আমার অশ্রু হবে?
থাকবে হৃদয় মাঝে,
চিরদিন বইবে ধারা
নয়ন কোনে ।

তুমি রাত্রিবেলার জোনাকি হবে ?
মিটমিটিয়ে আলো দেবে,
মিষ্টি আলোর সাথে
অন্ধকারে বিলীন হবে।

তুমি কি আমার শূন্য হবে ?
যোগ বিয়োগের যাতাকলে,
সারা জীবন অঙ্ক কষে
দিন কাটাবে ।

তুমি কি ঝরা ফুলের পাপড়ি হবে?
পথের ধারে শোভা দেবে,
প্রতীক্ষিত চরনধুলির
আশায় রবে ।

তুমি কি আমায় দুঃখ দেবে ?
রক্ত রাঙ্গা গোধূলি বেলায়,  
অস্ত কালে রঙিন আভায়,
বিদায় নেবে ।

----------+-------+---------