চাঁদের মতো মুখটি তোমার,
হাসলে লাগে মিষ্টি,,
হারিয়ে যায় ওই হাসিতে,
ফেরে না মোর দৃষ্টি।
কাজল কালো নয়ন দুটি,
দেখতে লাগে বেশ,,
তাকাও যখন মোর নয়নে,
কাটে না মোর রেশ।
ভ্রমর কালো কেশ তোমার,
বাতাস লাগি ওড়ে,,
হৃদয় মোর যায় ভেসে যায়,
ওই স্রোতের তোড়ে।
কণ্ঠ তোমার কোকিল সম,
গাইতে যখন গান,,
একলা বসে শুনতাম আমি,
শান্ত হতো প্রাণ।
চলতে যখন নূপুর পরে,
তুমি সকাল সাঁঝে,,
ছমছম শব্দ বাজে,
মোর হৃদয় মাঝে।
টুং টুং শব্দে বাজে,
কানের ঝুমকো দুল,,
লাগতো ভালোই খোঁপার মাঝে,
রক্ত গোলাপ ফুল।
পড়তে যখন নীল শাড়ী,
হাতে নীল চুড়ি,,
রূপের ডালা সাজিয়ে দিয়েছে,
বিধাতা ঝুড়ি ঝুড়ি।
হৃদয় তোমার পদ্ম কোমল,
একটু অভিমানী,,
ভালোবাসা আছে মনে,
এই টুকু জানি।🥰