উদীয়মান
            তপন মাইতি

পৃথিবীকে এমন আগে কখনও দ্যাখেনি চাঁদ
এখনও মাটিতে রক্তাক্ত ক্ষয়াটে জীবন ছাদ।
চৈত্র শেষে হয়না বসন্ত শেষ মন প্রস্তুতির রাত
আর ওপারে নগর সভ্য প্রথম পাওয়া আলাপ হাত।
পাহাড় থেকে সুন্দরবনে ঘোমটা টানা মাঠের ধান
খামখেয়ালি ষড়ঋতু মৌসুমি হাওয়ায় করছে স্নান।
নির্জন দুপুর ভীষণ একা নীরব নিথর সন্ধ্যা স্থির
বাদাবন সাঁকোয় পাহাড়ী উচামন উন্নত শির।
ভালবাসার আবেগ উছল রাতে গোলাপ হাতে হাত
ভাল থেকো ভাল রেখো সবাই সবার ভাতে ভাত।
যে যার তালে থাক্,নদীতে নোঙর করা নৌকা ঠায়
তারা খসে হায়! ভোগের নৌকা ছয়টি পাল দাঁড়ে বায়।
স্বপ্নের ভেতর বেজে ওঠে অপূর্ব গীটারের সুর
অনাবিল মৌনতা মাঝে বাজে ভাটিয়ালি দূর।
পৃথিবীকে এত কাছে কখনও শোনেনি গান
আঁকা বাঁকা নদী মাঝি মল্লার বাউল গানের তান।
পৃথিবীকে এমন করে কখনও পড়েনি সে
নদীমাতৃক গাঙ্গীয় ব-দ্বীপ বনদেবীকে দে...
সবার মাঝে উঠছে দেখো পুব আকাশে সিঁদুর টিপ
সৃজণ ভোর দেবে উপহার নব উদীয়মান দীপ।