তিন জাহাজের উপাখ্যান
                   তপন মাইতি

এমনও দিন গেছে
দুবেলা দুপেট ভরা যেন
হাতের কাছে তরতাজা আকাশ
তার ওপর বিশজনের টুনটুনির সংসার
এখন তিন তিনটে বোঝাই করা জাহাজ
বেরিয়ে পড়েছে
আচমকায় জুসি গাড়ি একটু থেমে
কিছুটা এগিয়ে দেখে নেয় রঙিন কাঁচে
ফুটপাত দৃশ্য!
তারপর আলো জ্বেলে চলে যায় নিজের মেজাজে
এখন তিন তিনটে ভদ্দর লোক
কি সাজে কি ঠাঁটে কি ফাটে ডাঁটে
এরা প্রত্যেকেই এক একজন সুনিপুন চিন্তাবিদ
এখন এক একটা দিন কেটে যায়
টানাটানির সংসারে
ঠিক আগেকার মত চাষীর অসহায় পৃথিবীটা
এবার মঞ্চ ভেসে যাবে ভাসনে ভাসনে
এখন তিন তিনটে জাহাজ বেরিয়ে পড়েছে বিশ্বজয়ে
এখন তিন তিনটে সময়
অতীত-বর্তমান-ভবিষ্যৎ
যার তিন তিনটে জাহাজ।